
সাতক্ষীরার শ্যামনগরে চুরি হওয়া যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তী কালীন সরকারের যুব,ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শনিবার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে তিনি যশোরেশ্বরী কালীমন্দিরে পৌঁছান। তিনি মন্দিরের চুরি হওয়া স্বর্ণের মুকুটের খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ, উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. তাইজুল ইসলাম,জামায়াতের সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপি ও জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মন্দির কমিটির সদস্যরা।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মন্দিরের চুরির ঘটনা দুঃখজনক। আমরা খবর শোনা মাত্রই ঢাকা থেকে প্রশাসনকে নির্দেশনা দিয়েছি চুরি হওয়া কালীর মুকুট যেন দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনা হয়। মন্দির পরিদর্শন শেষে তিনি মুন্সীগঞ্জে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম হয়ে সুন্দরবন ভ্রমণে যান।
এর আগে তিনি সাতক্ষীরা মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শন শেষে পারুলিয়া জেলেপাড়া ও গাজীরহাট পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে স্বাক্ষাত করে সমবেদন না জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর