চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ ইমন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে বায়েজিদের শান্তিনগর কলোনিতে এ ঘটনা ঘটে।
শনিবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. আরিফুর রহমান।
নিহত ইমন (২৮) নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনির মজিবুর রহমানের ছেলে।
নিহতের ভাই কাউছার আলম (বাপ্পী) জানান, ইমন কোন রাজনীতি করেন না। সে রুবি গেট এলাকায় একটা কারখানায় চাকরি করেন।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বার্মা কলোনির সবুজ ও সাবেক আওয়ামী লীগের ইলিয়াছ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইলিয়াস গ্রুপের পক্ষে ঝান্টু ও দুবাই রুবেলও ঘটনাস্থলে ছিলেন। পরে দুই গ্রুপের সংঘর্ষ ও মারামারিতে সবুজ গ্রুপের এক ছেলেকে আটকে রাখে ইলিয়াছ গ্রুপ। তারপর মারধর করেন। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর