
হালুয়াঘাটে আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান ও সেক্রেটারির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে সহস্রাধিক সাধারণ সদস্যের আয়োজনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হালুয়াঘাটে আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হালুয়াঘাটে আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাবেক কমিটির চেয়ারম্যান শাহাদত হোসেন কাঞ্চন, সেক্রেটারি আলী হোসেন ও ম্যানেজার মিজানুর রহমানের বিরুদ্ধে সমিতির টাকায় নিজের নামে জমি,গাড়ি ক্রয়ের নামে-বেনামে ঋণ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগসূত্রে জানা যায়, সমিতির জন্য গত ২২ সালের ফেব্রুয়ারির ২০ তারিখে ৪৭ শতক জমি ২০ লক্ষ টাকায় ক্রয় করে ১ কোটি ৮ লক্ষ ৪৩ সমিতি থেকে উত্তোলন করা হয়। জমির উপর কোন স্থাপনা না করেই ১৩ লক্ষ ১০ হাজার টাকা স্থাপনা বাবদ ব্যয় ধরা হয়। ৪০ লক্ষ টাকা দিয়ে মাইক্রোবাস ক্রয় করে তার মূল্য দেখানো হয় ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়াও ২৫ জন সদস্যের নামে কোন প্রকার কাগজপত্র ছাড়া ভিত্তিহীন ঋণ উত্তোলন করে ১ কোটি ৯০ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আশার আলো সমিতির সেক্রেটারি আলী হোসেন জানান, আমরা যা করেছি তা সমিতির নিয়মকানুন মেনেই করেছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর