ঝিনাইদহ জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় আশাদুল ইসলাম আশা নামে এক আ’লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমড়াবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আশা ওই গ্রামের শওকত আলীর ছেলে।
ঝিনাইদহ র্যাবের কমান্ডার মেজর নাঈম গ্রেফতারের খবর নিশ্চিত করে জানান, আশাদুল ইসলাম বিএনপি অফিস পোড়ানো মামলায় পলাতক ছিলেন। শনিবার রাতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রামবাসী জানিয়েছেন আশাদুল ইসলাম আশা এক সময় সদর উপজেলা ছাত্রদলের নেতা ছিলেন।
আ’লীগ সরকার ক্ষমতায় আসলে ভোল পাল্টে তিনি রাতারাতি আ’লীগের নেতা বনে যান। আ’লীগে যোগদানের পর থেকে তিনি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাস সৃষ্টি ও প্রতিপক্ষকে দমনের খেলায় মেতে উঠেন।
তিনি এলাকার সাধারণ মানুষকে বিএনপি জামায়াত বানিয়ে গ্রেফতার বাণিজ্য করে লাখ লাখ টাকা কামিয়েছেন বলে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা অভিযোগ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর