সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার, পিএসসি, এসি।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শ্রী শ্রী রাম সুন্দর আশ্রমের নাট মন্দির পরিদর্শনে আসেন তিনি।
এসময় তিনি পুজা মণ্ডপ ঘুরে দেখেন। সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন। শারদীয় দুর্গাপূজা যাতে সকলে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে করতে পারে সে ব্যাপারে বিজিবি কঠোর নিরাপত্তায় রয়েছে। এ উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য সকলের সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
পরে ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল জনগণ সচেতন ছিলাম যাতে করে হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দর ভাবে পুজা উদ্যাপন করতে পারে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও নিরাপত্তার সাথে পুজা উদ্যাপিত হয়েছে। যা ইতঃপূর্বে হয়েছে কিনা আমার জানা নাই।
এবার খুব সুন্দর ভাবে উদ্যাপন হয়েছে। বিজিবির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি পুজা মণ্ডপের খোঁজ খবর রেখেছি। এছাড়াও জেলা প্রশাসনের পুলিশ, আনসারসহ অন্যান্য বাহিনীর সমন্বয় ছিল। পুজা মণ্ডপের নিজস্ব স্বেচ্ছা সেবক বাহিনী ছিল। আমরা সকলে মিলে নিñিদ্র নিরাপত্তা বলয় তৈরি করতে পেরেছি। আশা করি দুর্গাপূজা সুন্দরভাবে শেষ হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬০ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, শ্রী শ্রী রাম সুন্দর আশ্রমের সভাপতি শ্রী অজয় চক্রবর্তী, শ্রী শ্রী রাম সুন্দর আশ্রম পুজা উদ্যাপন কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর