গত মাসে হিজবুল্লাহকে টার্গেট করে লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ অবস্থায় সব ধরনের বিমানে যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। খবর টাইমস অব ইসরায়েল
ইরানের বেসামরিক বিমান সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোন ছাড়া যেকোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নিয়ে বিমানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
গত মাসে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ লক্ষ্য করে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ হামলা চালানো হয়। এতে দেশটিতে ৩৯ জন নিহত হয়। আহত হয় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমিনিসহ প্রায় তিন হাজার মানুষ।
এদিকে চলতি মাসের শুরুতে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের বিমানেও পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করে।
গত বছর গাজায় ইসরায়েলি হামলার পর এতে মধ্যপ্রাচ্যে বেড়ে চলছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়েছে হামাসের পাশাপাশি ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো।
এ অবস্থার মধ্যে গত ১ অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ইরান। ওই হামলার পর একাধিক বিমান সংস্থা তেহেরানে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর