সাভারের আশুলিয়ায় পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছেন যৌথবাহিনী। রোববার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান আশুলিয়া থানা পুলিশ।
এর আগে, শনিবার দিবাগত রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেন যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা। তবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় বিশৃঙ্খলা করাসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সাথে জড়িত ছিল। যৌথবাহিনীর চলমান অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, আজ রোববার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। কিছু দুর্বৃত্তরা শিল্পখাতকে অস্থিতিশীল করতে কারখানা ভাঙচুর ও শ্রমিকদের মারধরসহ নানা বিশৃঙ্খলা করে আসছিলো। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর