
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভূল চিকিৎসায় রুমা (২৫) নামের এক প্রসূতির হাসপাতালে মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকার জাহানারা জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের মালিক ডাক্তার আব্দুল হামিদকে (৪০) গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন পানিয়ারচর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রুমা বেগমকে নবজাতক সন্তান ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত দশটার দিকে সে নরমাল একটি সন্তান প্রসব করে।পরবর্তীতে রোগীর প্রচণ্ড খিঁচুনি উঠলে হাসপাতালেই তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ অবহেলা ও ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা হাসপাতালের মালিক কে দায়ী করে বিক্ষোভ প্রদর্শন করে।
পরে মৃতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ হাসপাতালের মালিক ডাক্তার আব্দুল হামিদকে গ্রেফতার করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ভুল চিকিৎসার অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে একজন ডাক্তারকে আটক করা হয়েছে। মৃতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর