শতক ছাড়িয়েছে অধিকাংশ সবজির দাম। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারও দিনদিন বেড়েই চলেছে। কিছুতেই যার লাগাম টানা যাচ্ছে না। খাগড়াছড়ির মানিকছড়িতে লাগামহীন সবজি ও নিত্য প্রয়োজনীয় বাজার ধরে অস্বস্তিতে ভুগছে সাধারণ ভোক্তারা। আর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের নব-গঠিত বিশেষ ট্রাক্সফোর্স কমিটি বাজার মনিটরিংয়ে নামেন।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে মানিকছড়ি উপজেলা সদরের রাজ বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে ও তদারকিতে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও বিশেষ ট্রাক্সফোর্স কমিটির আহ্বায়ক তাহমিনা আফরোজ ভুঁইয়া ও সদস্য সচিব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন।
বাজার মনিটরিংকালে প্রাথমিক ভাবে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া বলেন, বাজারে স্থায়ী দোকানপাটের পাশাপাশি যে সকল ব্যবসায়ী অস্থায়ী দোকানপাট বসিয়ে বাজারের স্বাভাবিক চলাচল ব্যাহত করছে, সে সকল দোকানপাট দ্রুত সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি দৃশ্যমান স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শনেরও পরামর্শ দেন। কোনো ভাবেই অতি মুনাফাভোগী ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করেন ব্যবসায়ীদের। তাছাড়া কেউ যদি বাজারে নিত্য পণের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি মুনাফার চেষ্টা করে, তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এ সময় বিশেষ ট্রাক্সফোর্স কমিটির সদস্য ও বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্থানীয় সরবরাহ কেন্দ্র) ফারজানা ইয়াসমিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আলমগির হোসেন, মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা, ছাত্র প্রতিনিধি মো. মামুনুর রশীদ (রাহাদ) ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর