
গাজীপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাত দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এর সিদ্ধান্ত অনুমোদন করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গির আলম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গাজীপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে জাতীয় একটি পত্রিকায় ”গাজীপুর ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। পরে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর