ভারত থেকে চোরাই পথে আনা আপেল পাচারের সময় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে দুই ট্রাকে থাকা ১ কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ করেছে বিজিবি। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী চিনাকান্দি ২৮ বিজিবির টহল দল দুই ট্রাক ভর্তি ২২ হাজার ৫৪০ কেজি আপেল জব্দ করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিনাকান্দি বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে ঝিগাতলা নামক এলাকা থেকে আপেলের চালানটি জব্দ করে। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান।
তিনি আরও জানান, জব্দকৃত আপেলের চালানটি কাস্টমসে জমাদানের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, সীমান্তে অপরাধ প্রবণতা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি রয়েছে। কঠোর নজরদারি রয়েছে সীমান্ত এলাকায়,চোরাকারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর