বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সহযোগিতার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল। সোমবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন(ইসি) সচিবালয়ে সঙ্গে বৈঠক এমন সহযোগিতার কথা বলেছে বলে নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম।
বৈঠকে উপস্থিত ছিলেন, তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল এর হেড অফ ডিপার্টমেন্ট হাররু ওস্কান (Harun Ozkan) এবং হাইরি বাইরাক(Hayri Bayrak) ভোটার রেজিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমসহ এনআইডি মহাপরিচালক, ইটিআই মহাপরিচালক, সকল যুগ্ম সচিব, আইডিয়া প্রজেক্ট এর পিডি, সিস্টেম ম্যানেজার দুইজন মিটিং এ উপস্থিত ছিলেন।
“তুরস্কের প্রতিনিধি দল মূলত বাংলাদেশের ইলেক্টোরাল ব্যবস্থা সাথে তুরস্কের ইলেক্টোরাল ব্যবস্থার সাথে যে মিল আছে সেগুলো বলেন”।
ইসির জনসংযোগ শাখার পরিচালক জানান, তারা বলেছে আমাদের পলিটিক্যাল ভিত্তি আলাদা হওয়ার কারণে নির্বাচন ব্যবস্থা কিছুটা ভিন্ন। নির্বাচন ব্যবস্থা সহযোগিতার জন্য তারা প্রস্তুত আছে।ভবিষ্যতে ইলেকশন নিয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের মতোই আইন মেনে ইলেকশন কমিশন গঠন করা হয় বলে তারা উল্লেখ করেছেন তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল।
শাকিল/সাএ
সর্বশেষ খবর