
ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা প্রহরীভিটা হাবিব ক্যান ইন্ডাস্ট্রিজ নামের একটি দিয়াশলাই প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে। তবে এখনো পর্যন্ত কার কারখানার ভেতরে কিছু অংশে আগুন জ্বলতে দেখা গেছে। ভিতরে কেউ আটকা পড়েছে কিনা এবং ভিতরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। সর্বশেষ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনার পরে এখন কাটার মেশিন দিয়ে কারখানার ছাদের উপর দিয়ে টিন কেটে ভেতরে প্রবেশে করে অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী রিফাত হোসেন জানান, কারখানাটিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করে। তবে আগুন লাগার আগেই বিকাল ৫ টার দিকে কারখানাটির ছুটি হয়ে যায়। তাই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে ভেতরে উদ্ধার কাজ চলছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিক অভিযান শেষ হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর