
হালুয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ট্রেডিং এন্ড ডকট্রিন কমান্ড এর উদ্যোগে ক্যাম্প, ত্রাণ বিতরণে, আর্থিক পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। গত ৩ অক্টোবর হতে ভারি-বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের ফলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৫৩টি গ্রাম প্লাবিত হয়। বন্যা-কবলিত বিভিন্ন স্থানে আটকে থাকা অসহায়
মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে তাদের নানাভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ধারা আদর্শ ডিগ্রি কলেজে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পে
হালুয়াঘাটের প্রায় ৮০০ জন দরিদ্র ও দুঃস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়েছে। সদর দপ্তর আর্মি এন্ড ডকট্রিন কমান্ড এর ভারপ্রাপ্ত জিওসি মেজর জেনারেল একেএম নাজমুল
হাসান, বিজিবিএম, বিএএম, এনডিসি, পিএসসি উক্ত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন । এ ছাড়াও, ভারপ্রাপ্ত জিওসি হালুয়াঘাট উপজেলা
সেনাক্যাম্পে ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর