
তিতুমীর কলেজে একাধিক জেলা ছাত্র কল্যাণের দায়িত্বে নেই নিয়মিত শিক্ষার্থীরা। এছাড়াও বেশ কয়েকটি জেলা ছাত্র কল্যাণে অনিয়মিত শিক্ষার্থীদের হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ রয়েছে। যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। দীর্ঘদিনের অনুপস্থিতি, সাবেক ও অনিয়মিত শিক্ষার্থীরা এসব সংগঠনের নেতৃত্বে থাকলেও, বর্তমান শিক্ষার্থীরা চাইছেন জেলা কল্যাণের দায়িত্ব নিয়মিত শিক্ষার্থীদের হাতে ফিরে আসুক। যেন স্বচ্ছতা, কার্যকারিতা নিশ্চিত করা যায়।
পঞ্চগড়, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, নেত্রকোনাসহ আরো বেশ কয়েকটি জেলা ছাত্র কল্যাণে সাবেক, অনিয়মিত শিক্ষার্থীদের দায়িত্বে থাকার অভিযোগ রয়েছে। সাবেক কিংবা অনিয়মিত, তিতুমীর কলেজের এমন বেশ কয়েকটি জেলা ছাত্র কল্যাণের দায়িত্বশীলের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তারা বলছেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে ছাত্রত্ব আছে এমন শিক্ষার্থীদের ভবিষ্যতে নেতৃত্বে আনা হবে। যাতে সংগঠনগুলো আরও স্বচ্ছভাবে পরিচালিত হয়।
পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণের সভাপতি জাহাঙ্গীর আলম ১৪-১৫ বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, বিগত স্বৈরাচারের আমলে ছাত্রলীগ সবকিছু দখল করে রেখেছিল। শিক্ষার্থীদের কোন দাবি জানাতে হলেও সেটা ছাত্রলীগের মাধ্যমে করতে হত। এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে। সুতরাং আস্তে আস্তে ছাত্রদের হাতেই দায়িত্ব যাবে। খুব শীঘ্রই সকলের সিদ্ধান্তক্রমে একটা নতুন কমিটি গঠন করবো।
১৬-১৭ বর্ষের কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সভাপতি নাজমুল হক। তিনি বলেন, আমি ২০২২ সালে অনার্স শেষ করেছি তবে রাজনৈতিক কারণে মাস্টার্সে ভর্তি হতে পারিনি। এখন ভর্তি হব। আমরা দীর্ঘ সময় ক্যাম্পাসে অনুপস্থিত ছিলাম, এখন আবার ক্যাম্পাসে আসতে পেরেছি। আমরা এক বছর পর আবার নতুন একটি কমিটি দিব। সেখানে ছাত্ররাই থাকবে।
তিতুমীর কলেজ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণের সভাপতি নোবেল ইসলাম সূর্য বলেন, আমি ১৪-১৫ বর্ষের শিক্ষার্থী। আমাদের এই ছাত্রকল্যাণে দায়িত্ব নেয়ার মতো কেউ ছিল না, তাই সবার সম্মতিক্রমে আমি দায়িত্ব নিয়েছি। আমি মনে করি ছাত্রদের হাতেই ছাত্র কল্যাণের দায়িত্ব থাকা উচিত। আমরা সব কিছু গুছিয়ে আবার নতুন করে কমিটি গঠন করব।
টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের সভাপতি মো. মাসুদ মিয়া। ১৬-১৭ বর্ষের এই শিক্ষার্থী বলেন, আমরা আগে কলেজে ঢুকতে পারিনি, তাই মাস্টার্সে ভর্তি হতে পারিনি। এখন মাস্টার্সে অধ্যয়নরত আছি। একাধিক প্রার্থী না থাকার কারণে আমাদের নির্বাচন হয়নি। ছাত্রকল্যাণ পরিষদ গঠন হওয়ার পর ইতিমধ্যে আমরা দুটি অনুষ্ঠান সম্পন্ন করেছি। এক বছর পর আমরা আবার নতুন করে কমিটি গঠন করব।
নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের সভাপতি সুমন বাশার বলেন, আমি ১৬-১৭ সেশনের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। দীর্ঘ সময় রাজনৈতিক কারণে মাস্টার্স পড়তে পারিনি, এখন রানিং আছি। ছাত্রকল্যাণ একটি অরাজনৈতিক সংগঠন, সেখানে যাদের ছাত্রত্ব আছে তাদেরই কমিটিতে থাকা উচিত। যাদের ছাত্রত্ব নেই, তাদেরকে অবশ্যই ছাত্রকল্যাণের কমিটিতে রাখা হবে না। তিনি বলেন, আমরা ক্যাম্পাসে বিভিন্ন জেলা থেকে ২৩-২৪ সেশনে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করেছি। এছাড়া বন্যাদুর্গত এলাকায় আমরা ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি।
এছাড়া সম্প্রতি বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। দাবি উঠেছে, কখনও ক্যাম্পাসে না আসা বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী পরিচয়ে মনগড়া কমিটি তৈরি করে নিজেকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করছেন।
সাবেক কিংবা অনিয়মিত শিক্ষার্থীদের, ছাত্র কল্যাণের দায়িত্বে থাকা নিয়ে কলেজ প্রশাসনের কারো বক্তব্য পাওয়া যায়নি।
তিতুমীর কলেজে নিয়মিতদের হাতে থাকা জেলা ছাত্র কল্যাণের দায়িত্বশীলরা বলেন, জেলা কল্যাণের দায়িত্ব মূলত নিয়মিত শিক্ষার্থীদের হাতে থাকা উচিত, কারণ তারা প্রতিষ্ঠানের বর্তমান পরিবেশ এবং শিক্ষার্থীদের চাহিদা সম্পর্কে ভালোভাবে অবগত। নিয়মিত শিক্ষার্থীরা কার্যকর নেতৃত্ব দিতে পারে এবং প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকে, যা দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ। অনিয়মিত শিক্ষার্থী বা যাদের ছাত্রত্ব নেই, তাদের দায়িত্ব দেওয়া সঠিক নয়, তবে তারা উপদেষ্টা হিসেবে ভূমিকা পালন করতে পারে। মূল নেতৃত্ব নিয়মিত শিক্ষার্থীদের হাতেই থাকা উচিত। যাতে কর্মসূচির স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা, জবাবদিহিতা, কার্যকারিতা বজায় থাকে।
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ে ছাত্রলীগের ক্ষমতা থাকাকালীন একাধিক জেলা কল্যাণ সাবেক, অনিয়মিত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। যা ব্যাপক অনিয়ম ও স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমের জন্ম দিয়েছিল। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এখন আবার ছাত্রদল পূর্বের ন্যায় দখলদারিত্বের চেষ্টা চালাচ্ছে না তো! তারা সতর্ক করে বলেন, পূর্বের মতো ক্ষমতার অপব্যবহার হলে উন্নয়নের পরিবর্তে ক্ষতি হবে। তাই সকল জেলা কল্যাণের দায়িত্ব নিয়মিত শিক্ষার্থীদের হাতে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে, যাতে সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর