নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় ঘটে গেছে একটি মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনা। সোমবার রাত ১০টার দিকে ভ্যান চালক সমশের আলীকে ছুরিকাঘাত করে তার ভ্যান ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
সমশের আলী ভাটুপাড়া ভুবানীপুর গ্রামের বাসিন্দা, প্রতিদিনের মতোই তার ভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছিলেন। তবে দুর্বৃত্তরা মাখনপাড়া রাস্তায় ওৎ পেতে থেকে তার ওপর আক্রমণ চালায়। তারা সমশেরের পেটে ছুরি মেরে গুরুতরভাবে আহত করে এবং তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় সমশেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর