কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে একটি পিস্তল ও দুইটি দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী খাজা খায়ের উদ্দন (৪৮)কে আটক করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে বরুড়া উপজেলার গইনখালি এলাকা থেকে আটক করেছে। আটককৃত খায়ের উদ্দিন ওই এলাকার আব্দুর রহমানের পুত্র।
জানা যায়- গত ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে কুমিল্লা জেলার নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক, অবৈধ মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলার গইনখালি গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধ অস্ত্র ব্যবহারকারী খাজা খায়ের উদ্দীন (৪৮) আটক করে। এ সময় তার কাছ থেকে ১ টি পিস্তল (চাইনিজ) ও ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র বরুড়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর