
সারাদেশে একযোগে এইচ এসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে স্ব-স্ব শিক্ষা বোর্ড। মঙ্গলবার এ ফলাফল ঘোষণা করা হয়। পাংশা উপজেলায় এ বছরের ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় পাংশার সকল উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানকে টপকিয়ে ২৫ জন ছাত্রী এ প্লাস পেয়ে পাংশা মহিলা কলেজের সুমান ধরে রেখেছে। এই কলেজটি বরাবরই ভালো ফলাফল করে আসছে, তারই ধারাবাহিকতায় এ বছরও উপজেলার মধ্যে সবচেয়ে বেশি এ প্লাস পাওয়া প্রতিষ্ঠানটির নাম পাংশা মহিলা কলেজ।
পাশের হার ৭১ শতাংশ। পাংশা মহিলা কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই তারা ধারাবাহিক ভাবে ভাল ফলাফল করে আসছে। পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওয়াহিদুজ্জামান ডাবলু বলেন-আমাদের শিক্ষার্থীরা নিয়মিতভাবে কলেজে আসে আমাদের এক ঝাক মেধাবী শিক্ষক রয়েছে যাদের প্রচেষ্ঠায় প্রতি বছরের ন্যায় এ বছরও ভাল ফলাফল হয়েছে আমরা আমাদের শিক্ষক অভিভাবকসহ সকলের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন-আমাদের মহিলা কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন ভালভাল প্রতিষ্ঠানে অধ্যায়নরত রয়েছে, এবারও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখবে বলে আমার বিশ্বাস। সকলেই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া বরবেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর