
নাটোরের গুরুদাসপুরে এইচএসসি পরীক্ষায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি কলেজের কেউই পাস করেনি। কলেজটি হলো দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেন, ননএমপিওভুক্ত কলেজটিতে ১৮ জন শিক্ষক থাকা সত্ত্বেও ৮ জন শিক্ষার্থীর কেউই পাস করেনি। এটা দুঃখজনক ঘটনা। তবে উপজেলার সেরা কলেজ হয়েছে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ। কলেজটি থেকে ৫৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৫০৪ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন।
জানা যায়, দুইটি মাদ্রাসায় ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮ জন। পাসের হার ৮০ শতাংশ। ১৪টি কলেজের ১ হাজার ৪৩৫ জনের মধ্যে পাস করেছে ৯৮১ জন। পাসের হার ৬৮.৩৬ শতাংশ ও ১১টি কারিগরি কলেজের ২১১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭৭ জন। পাসের হার ৮২.৮৯ শতাংশ।
মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৬৯৩ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ১৯৬ জন। গড় পাসের হার ৭০ শতাংশ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর