
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিকট থেকে বিগত ৫ তারিখের পর পট পরিবর্তন হওয়ার পর থেকে বিএনপি নাম ধারী গুটি কয়েক সন্ত্রাসীরা চাঁদা বাজী করে আসছে। এরই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় মাছপাড়া বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম টিপু মিয়ার কর্মী সমর্থকেরা।
মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলস্টেশন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম (টিপু মিয়া) তিনি তার বক্তব্যে বলেন- দলের নাম ভাঙ্গ গিয়ে যে বা যারা চাঁদাবাজি করছেন তাদের কোন ছাড় দেওয়া হবে না, আপনারা চাঁদা নিয়েছেন, আমাদের হুংকারে তা ফেরত দিতে বাধ্য হয়েছেন এর পরে যদি এমন কিছু ঘটে মাছপাড়ার মানুষ আপনাদের রাজপথে টেনে হেঁচড়ে নামিয়ে গণ পিটনি দিয়ে এলাকা ছাড়া করবে। চাঁদাবাজি করে মাছপাড়াতে কেউ রেহাই পাবে না।
তিনি আরো বলেন আপনারা এখন বিভিন্ন মসজিদ মাদ্রাসার কমিটি নিয়ে লেগেছেন একক কোন সিদ্ধান্তে যেন কোন কমিটি না হয়, মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি করবেন না, যারা নামাজ পড়ে সত্যিকার দায়িত্ব পালন করতে পারবে তাদের দিয়ে এ কমিটি গঠন করুন। রাজনৈতিক পরিচয় বহন করে কোন কমিটি করতে যাবে না তাহলে হিতে বিপরীত হবে মনে রাখবেন, টিপু মিয়া এখনও মাছপাড়াতে আছেন।
আপনারা যারা যে গ্রুপ করেন অসুবিধা নেই তবে অন্যের কোন ক্ষতি করবেন না, অপর গ্রুপের কাউকে হুমকি দিবেন না, টিপু মিয়া হুমকি দেয় না কিন্তু....। আপনারা ইতি মধ্যে নিরীহ হিন্দু সমাজের উপর অত্যাচার চাঁদাবাজি অস্ত্রের মুখে জিম্মি করে টাকা নিয়েছেন,এটা প্রশাসন জানেন-আপনাদের কর্মকাণ্ডে সকলের নজর আছে তাই সাবধান এমন কিছু করেন না যাতে আপনার বা আপনাদের নেতাদের পালাবার পথ যেন বন্ধ না হয়ে যায়।
মাছপাড়ায় ১৬ বছর পর মানুষ স্বস্তির নিশ্বাস নিতে পারছে আপনারা তা রুদ্ধ করবেন না, আমরা ঘরে থাকতে পারিনি আর আপনারা এখন দলবাজি করবেন তা মেনে নেওয়া হবে না, মনে রাখবেন দল মতের ঊর্ধ্বে আমরা মানুষ, হিন্দু মুসলিম সবাই মিলে মিশে বসবাস করব আমাদের মনে রাখতে হবে ৪৫ মিনিটের নোটিশে একজন শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে এমন কোন কর্মকাণ্ড আমরা না করি সে দিকে লক্ষ রাখুন।
মাছপাড়া রেল স্টেশন এলাকায় কয়েকশত মানুষ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর