সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে আনসার ভিডিপির অভিযানে বেড় জাল, দুটি নৌকাসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আটক জাল ও নৌকার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। মঙ্গলবার(১৫ অক্টোবর)সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওরে বিভিন্ন অংশে অভিযান চালিয়ে আটক করে।
উপজেলা আনসার ভিডিপির অফিস সুত্রে জানা গেছে, উপজেলা আনসার ভিডিপির অফিসার মোস্তাফা ফরিদুল আলম এর নেতৃত্বে উপজেলা প্রশিক্ষক মো: হাসিবুল তারেকসহ রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা টাংগুয়ার হাওরের রুপ নগর ও গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময় ৩ হাজার ফিট মাছ ধরার বেড় জাল,দুটি ইঞ্জিন চালিত নৌকাসহ জব্দ করে। এসময় এর সাথে জড়িত ১৬ জন জেলেকে আটক করা হয়। পরে সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তার কায্যালয়ে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, আটককৃতরা ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দেয়ায় নৌকাসহ তাদের ছেড়ে দেয়া হয়েছে। আর জব্ধ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর