
খাগড়াছড়ির দীঘিনালায় স্বর্ণ কুমার ত্রিপুরা নামে এক বাবুর্চিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নিহতের লাশ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ।
নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা পোমাং পাড়ার মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে। নিহতের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন। তবে এর আড়ালে তিনি কোনো আঞ্চলিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিনা তা এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালার পোমাং পাড়ায় অপরাধ দমনে রাতে গ্রাম পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয় গ্রামবাসী। এ সিদ্ধান্তের পক্ষে ছিলেন স্বর্ণ কুমার ত্রিপুরা। এরই মধ্যে সোমবার রাত ২ টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান এলাকাবাসী। ভয়ে কেউ ঘর থেকে বের হতে পারেননি। তাদের ধারণা, পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনের গুলিতে নিহত হয়েছে স্বর্ণ কুমার ত্রিপুরা। পোমাং পাড়ায় আঞ্চলিক দুটি সংগঠনের আনাগোনা রয়েছে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ জাকারিয়া বলেন, 'পোমাং পাড়া থেকে আমরা স্বর্ণ কুমার ত্রিপুরা নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছি। তার পিঠে ৬ রাউন্ড গুলির চিহ্ন ছিল। সোমবার দিবাগত রাত ২টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে থাকতে পারে। সে এলাকায় আঞ্চলিক দুটি সংগঠনের আনাগোনা রয়েছে বলে জেনেছি। মরদেহের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদেরকে আসামি করে মামলা করা হবে।'
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর