ফেসবুকে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট করায় রানা চন্দ্র সরকার (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে পৌর শহরের মোক্তারপাড়া এলাকা হতে রানাকে আটক করে।
আটককৃত রানা সদর উপজেলার সিংহের বাংলা গ্রামের মৃত রঞ্জিত চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডি Rana Sarker হতে মঙ্গলবার (১৫ অক্টোবর) “দেবী দূর্গা এবং ভক্ত” শিরোনামে কাল্পনিক কথোপকথনের এক পর্যায়ে হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক লেখা পোস্ট করে। যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করে।
নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মোহাম্মদ লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর