রাজনীতির আঁতুড়ঘর খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকালে ছাত্রপক্ষের ঢাবি শাখার পক্ষ থেকে এই সেবা চালু করা হয়। মধুর ক্যান্টিনে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ স্থাপন করেছে বলে নিশ্চিত করেছেন ছাত্রপক্ষ ঢাবি শাখার আহ্বায়ক সাইফুল্লাহ জিহাদ।
তিনি বলেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ে আবাসন, মানসম্পন্ন খাবার, ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ, চাকরির নিশ্চয়তার মতো মৌলিক সুযোগ-সুবিধাগুলো শিক্ষার্থীদের অধিকার। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রপক্ষ ইতোমধ্যে ৬ দফা দাবি পেশ করেছে। আমরা শুধু কথায় নয় কাজে বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় মসজিদে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা ও মধুর ক্যান্টিনে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর