
উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেমন্তেই বইতে শুরু করেছে শীতের হাওয়া। ফলে উপজেলার সর্বত্র বিরাজ করছে শীতের আমেজ। ধীরে ধীরে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ফুটপাতে বসতে শুরু করেছে শীতের পুরাতন কাপড়ের দোকান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) বেলা সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলার কোথাও সূর্যের দেখা মেলেনি।
শহর থেকে গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা দেখা যায়। দুপুরের পরে সূর্যের দেখা মিললেও তা ছিল তেজহীন ও নিরুত্তাপ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, দিনে কিছুটা গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকেই শীত শীত অনুভূত হয়। রাতভর টিপটিপ করে শিশির পড়ছে। ভোরে ফসলের মাঠ কিংবা ঘাসের ওপর চিকচিক করছে শিশির বিন্দু। রাতে ফ্যান বন্ধ করে কাঁথা কিংবা হালকা শীতের কম্বল গায়ে জড়াতে হচ্ছে।
আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই শীতের কাপড় বের করতে শুরু করেছেন। বিশেষ করে রাতে পথচারী ও মোটরসাইকেল চালকদের হালকা শীতবস্ত্র পড়তে দেখা গেছে। জেলা শহরের লেপ-তোষকের দোকানগুলোতেও কর্মব্যস্ততাও বেড়েছে।
ফজরের নামাজ শেষে নিয়মিত হাটেন আব্দুল জব্বার, মোহসীন ও আলমগীর তারা বলেন, তিন-চার দিন ধরে সন্ধ্যার পর থেকে শীত শীত লাগছে। রাতে শীতের কারণে আপাতত কাঁথা বের করা হয়েছে। ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে ঘন কুয়াশা দেখা যায়। দুই দিন থেকে সকালে শীতের কাপড় পড়ে হাঁটতে বের হতে হচ্ছে।
কুড়িগ্রাম রাজারহাট আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.০৩ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমী বায়ু বিদায় নেওয়ায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে।তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে আরও দেরি আছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর