ইউনিয়ন পরিষদের কাজের ধারা অব্যাহত রাখতে সাধারণ ও নারী সদস্যদের বহাল রাখার দাবি জানিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে উপজেলার ৮টি ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তফিজুল,পেয়ারা খাতুন,আনসারা বেগম,বাচোর ইউনিয়নের ইউপি সদস্য ওমের আলী,কাশিপুর ইউনিয়নে আবু সালে বাবলু, লেহেম্বা ইউনিয়নের রফিকুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশ হচ্ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন তারা।
তারা জানান, তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিঘ্নিত হবে।
সারাদেশের ইউপি সদস্যরা কোন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করেনি। দেশের স্থানীয় পর্যায় সুশৃঙ্খল রাখতে আমাদের প্রয়োজন আছে। দেশের উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডে আমরা জড়িত থাকি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকি।
সে কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউপি সদস্যদের বহাল রাখার দাবি জানান। পূর্ণ মেয়াদের আগে অপসারণ করা হলে কঠোর আন্দোলন গড়ে তুলার হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা আমাকে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর