
২ মাস ১৩ দিন পর বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সময় দুষ্কৃতকারীদের গুলিতে নিহত শহিদ নজিবুল সরকার বিশাল ও ২ মাস ১৫ দিন পর শেখ মেহেদী হাসানের লাশ। আদালতের নির্দেশে ময়নাতদন্তের উদ্যোগ নেয় পুলিশ।
ওই মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি'র) এস আই জাহাঙ্গীর আলম জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল বাইনের নেতৃত্বে পুলিশ বিশালের লাশ উত্তোলন ও ময়নাতদন্ত সম্পন্ন করেন। এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহ আলম। গত ৪ আগস্ট জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন নজিবুল সরকার বিশাল (১৮)। এ ঘটনায় ১৮ আগস্ট পিতা মজিদুল সরকার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত নজিবুল সরকার বিশাল (১৮) পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে।
অপরদিকে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি টীম শেখ মেহেদী হাসানের (২৩) ময়নাতদন্ত সম্পন্ন করা হয় । বৃহস্পতিবার সন্ধ্যার আগে জেলা শহরের নতুনহাট শেখপাড়া কবরস্থান থেকে মেহেদীর লাশ তোলে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৬ আগস্ট নিহত হয় শেখ মেহেদী হাসান। মা রহিমা খাতুন , বোন শাবানা ও আলেয়া খাতুনসহ অন্যান্য আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন । আইনগত ভাবে মেহেদীর ময়নাতদন্ত করা দরকার এবং আদালতের নির্দেশ রয়েছে মর্মে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রউফ জানান।
জয়পুরহাট থানায় আওয়ামীলীগের লোকজন আশ্রয় নিয়েছে এমন খবরে ছাত্র-জনতা মিছিল নিয়ে থানার দিকে গেলে আওয়ামী লীগের কর্মীদের ছোড়া গুলিতে নিহত হন শেখ মেহেদী হাসান (২৫) । এই ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন ।
দু'জনেরই ময়নাতদন্তের জন্য ওই মামলা দুটির তদন্ত কর্মকর্তা ডিবি'র এস আই জাহাঙ্গীর আলম গত ৬ সেপ্টেম্বর আমলী আদালতে আবেদন করলে জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ আতিকুর রহমান শুনানি অন্তে ১৫ সেপ্টেম্বর ময়নাতদন্তের আদেশ দেন। সেই মোতাবেক আজ বৃহস্পতিবার পুলিশ ময়নাতদন্তের জন্য উদ্যোগ গ্রহন করে ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর