রক্ষণাবেক্ষনের জন্য জাতীয় পরিচয়পত্রর(এনআইডি) অনলাইন সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।এক্ষেত্রে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে আগামী শনিবার সন্ধ্যা ৭ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের সেবা বন্ধ থাকবে।
বৃহস্পতিবার(১৭ অক্টোবর) ইসির সিস্টেম এনালিস্ট আক্তারুজ্জামান এমন নির্দেশনা দিয়েছে।নির্দেশনায় বলা হয়েছে,অদ্য ১৭/১০/২০২৪ তারিখ (বৃহস্পতিবার) সন্ধ্যা ০৭:০০ টা থেকে ১৯/১০/২০২৪ তারিখ (শনিবার) সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশন ডাটা সেন্টারে (বিভিআরএস) এর রক্ষণাবেক্ষন কার্যক্রম সম্পন্ন হবে বিধায় সিএমএস পোর্টাল(কর্মকর্তাদের ব্যবহারের জন্য ওয়েব সাইট)সিটিজেন পোর্টাল(নাগরিকদের ব্যবহারের জন্য ওয়েব সাইট)প্রবাসী নাগরিক নিবন্ধন ও কল সেন্টার (তথ্য সেবা) সংক্রান্ত সব নাগরিক সেবা বন্ধ থাকবে।
এতে আরো বলা হয়েছে, ১৭/১০/২০২৪ তারিখ সন্ধ্যা ০৭:০০টা থেকে রাত ০৮:০০ টা পর্যন্ত পার্টনার সার্ভিস (নাগরিক তথ্য যাচাই) সংক্রান্ত রক্ষণাবেক্ষন কার্যক্রম চলাকালীন সময়ে উক্ত সেবা বন্ধ থাকবে এবং বর্ণিত কার্যক্রম সম্পন্ন করে আজ রাত ০৮:০০ টা থেকে পার্টনার সার্ভিস সেবা সীমিত পরিসরে চালু থাকবে।আগামী ১৯/১০/২০২৪ তারিখ (শনিবার) সন্ধ্যা ০৭:০০ টা থেকে সকল সেবা পূর্ণাঙ্গরূপে সচল থাকবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর