পল্লি বিদ্যুৎ সমিতির ২০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে পাবনায় দুই ঘণ্টা শাটডাউন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানের মতো পাবনার দুটি পল্লি বিদ্যুৎ সমিতি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে ২ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা।
বিকেলে সাড়ে চারটার দিকে পাবনা পল্লি বিদ্যুৎ সমিতির-১ এর প্রধান কার্যালয়ে চাটমোহরে বিদ্যুৎ বন্ধ রেখে শাটডাউন করা হয়। এ সময় কার্যালয়ের সামনে তারা মানববন্ধনে মিলিত হন। সেখান থেকে বরখাস্তকৃত কর্মকর্তাদের দ্রুত চাকরিতে ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। একইসাথে তাদের দুই দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য দেন এজিএম (আইটি) সামিরুল ইসলাম, লাইন টেকনিশিয়ান মোশারফ হোসেন ও আক্তার হোসেন, লাইনম্যান সাজেদুর রহমান প্রমুখ।
পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। এ সময় চাটমোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল ইসলাম, পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর জিএম শফিউল আলম ও একজন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দাবি সমাধানের আশ্বাস দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাটডাউন প্রত্যাহার করেন সমিতির কর্মকর্তারা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর জিএম শফিউল আলম বলেন, প্রধান উপদেষ্টার পিএস মাহফুজ সাহেব একটি মেসেজ দিয়েছেন আমাদের। উদ্ভূত পরিস্থিতি ও আমাদের দাবি নিয়ে আগামী রোববার ঢাকায় একটি বৈঠক হবে। সেখানে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এ কারণে আমাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর