
গাইবান্ধায় আমন ধানের লক্ষ্যমাত্রা তিন লাখ ছিয়ানব্বই হাজার চারশ’ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে টি-আমান চাষের আওতায় এ লক্ষ্যমাত্রা অর্জন করতে ১ লাখ ৩৩ হাজার ২০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে।
এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১৮ হাজার ৮৭১ হেক্টর, সাদুল্লাপুর উপজেলায় ১৬ হাজার ৩১০ হেক্টর, পলাশবাড়ী উপজেলায় ১৩ হাজার ৮৩৮ হেক্টর, গোবিন্দগঞ্জ উপজেলায় ৩১ হাজার ৩৩৩ হেক্টর, সুন্দরগঞ্জ উপজেলায় ২৯ হাজার ৮৫২ হেক্টর, সাঘাটা উপজেলায় ১৩ হাজার ৮২১ হেক্টর ও ফুলছড়ি উপজেলায় ৯ হাজার ৯৫ হেক্টর লক্ষ্যমাত্রা করা হয়েছে। জেলার ৭ উপজেলার কৃষকরা তাদের জমিতে আমন ধান চাষ সম্পন্ন করেছেন। কিছু কিছু আগাম ধান কাটা ইতোমধ্যে শুরু হয়েছে।
এ বিষয়ে আমন ধান চাষ আবাদের জন্য কৃষকদের ধান চাষ, ফসল ব্যবস্থাপনা, সারের সুনির্দিষ্ট ব্যবহার, উন্নত মানের বীজ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ গ্রহণ পরিচালনা করেছে গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম বিডি২৪লাইভ'কে বলেন, গাইবান্ধায় এবার আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৯৬,৪০৭ মেট্রিক টন। এ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে ১ লাখ ৩৩ হাজার ২০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। বৃষ্টি ও আবহাওয়া ভালো থাকায় এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। এতে কৃষকরা সন্তুষ্ট।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর