মৌলভীবাজার জেলার জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান নোমান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তিনি জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করেন। মৌলভীবাজার কোর্ট পুলিশের জিআরও সুমন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের প্রহল্লাদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
পরে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী তারেক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ মামলার আসামি ছিলেন উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান নোমান। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী তারেক মিয়াসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান নোমান আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ মিছিলে সরাসরি হামলার সাথে জড়িত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আন্দোলন নিয়ে মিথ্যাচার করেন। এছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকিরের একান্ত সহযোগী হওয়ার ফলে বিভিন্ন ক্ষেত্রে জুড়ীতে প্রভাব বিস্তার করতেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর