পঞ্চগড়ের এক মাদক ব্যবসায়ী যুবসমাজের আয়োজনে এক মাদক বিরোধী আলোচনায় তওবা পাঠ করে চিরতরে মাদক ব্যবসা বাদ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পৌর এলাকার রামের ডাঙ্গা এলাকার যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকেলে এই মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় শত শত মানুষ অংশ নেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীমা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, সহ সমন্নয়ক আতিকুজ্জামান আতিক, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, মাওলানা মুফতি যোবায়েব আহমেদ প্রমুখ। জমিয়তে ওলামায়ে ইসলামের সদর উপজেলার সভাপতি ফাহিম ফয়সালের অনুষ্ঠানটি সঞ্চালনার সময় সবার উদ্দেশ্যে মাদক বিরোধী স্লোগান উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান।
এ সময় রামের ডাঙ্গা এলাকার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হকের ছেলে মাদক ব্যবসায়ী কাজী ওয়াদুদ রতন তওবা পাঠ করে মাদক ব্যবসা চিরতরে ছেড়ে দেয়ার ঘোষণা দেন। তওবা পাঠ করান মাওলানা আনিছুর রহমান আনিছ। রামের ডাঙ্গা এলাকায় মাদক বিরোধী কমিটি করার আহ্বান জানানোর পাশাপাশি জেলা প্রশাসক সাবেত আলী এসময় বলেন যারা মাদকের সঙ্গে আছেন, সেবন করছেন বা ব্যবসা করছেন তাদের সব তথ্য আমাদের কাছে আছে। এক মাসের মধ্যে এসব ছেড়ে দিন। না হলে দেয়ালে দেয়ালে আপনাদের ছবি টাঙ্গিয়ে দেয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর