
পাইকগাছার শিবসা নদী থেকে ৩ লাখ টাকা মূল্যের ৪ টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাত বন্ধ রয়েছে। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার সোলাদানা ও দারুণমল্লিক এলাকায় শিবসা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ যৌথভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে।
এ সময় নদী থেকে ৩ লাখ টাকা মূল্যের ৪ টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা সদরের শিবসা চরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই শরিফ হোসেন ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর