মেহেরপুরের গাংনীতে ২ কেজি গাঁজাসহ লিখন (২২) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৩ টার দিকে তাকে আটক করে। আটককৃত লিখন গাংনী উপজেলার কাথুলী গ্রামে আনসার আলীর ছেলে।
গাংনী থানার ওসি (তদন্ত) শেখ মেজবাহ্ উদ্দিন জানান, গাংনীর কাথুলী গ্রামের খেজমতের হোটেল এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টীম অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ লিখনকে আটক করে। আটককৃত লিখনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা পূর্বক মেহেরপুর জেলা আদালতে পাঠানো হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর