
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের রক্তের বিনিময়ে দেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই যে স্বাধীনতা অর্জন হয়েছে শহীদ আবু সাইদসহ অন্যান্য শহিদদের রক্তের বিনিময়ে। এই শহীদের রক্ত, আবু সাঈদের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না।আবু সাঈদ বুক পেতে দিয়েছে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা আমাদেরকে ধরে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনো দুষ্কৃতকারী, কোনো দুর্বৃত্তায়নের জন্য যেন এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ না হয়।বাংলাদেশেকে নতুন করে স্বাধীন করা এবং যারা অবহেলিত, নিপীড়িত, নিষ্পেষিত তাদের অধিকার প্রতিষ্ঠা করা।দেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ আরোও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই দেশে সব মানুষ দল-মত নির্বিশেষে একত্র হয়ে ধর্ম বর্ণ একত্রিত হয়ে রাজপথে নেমেছিল বলেই ১৬ বছর ধরে এ দেশের মানুষের ঘাড়ে চেপে বসা হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে। একতাবদ্ধ বাঙালিদের একতা কেউ ভাঙতে পারবে না। তাদেরকে আটকে রাখতে পারবে না। তার প্রমাণ ২৪-এর বিপ্লব।১৬ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল এই হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল বলেই ২৪-এ ছাত্র জনতার নেতৃত্বে এ অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি গেল ১৬ বছরে বিক্রি হয়ে যেত, তাহলে আমরা ২৪-এ এসে গণঅভ্যুত্থান করতে পারতাম না। আমরা যখন গণঅভ্যুত্থানের ডাক দিয়েছি রাজনৈতিক দলগুলো আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল বলেই আমরা গণঅভ্যুত্থান করতে পেরেছি। এই বাংলাদেশের মানুষ, বারবার জীবন দিয়েছে, বারবার তাদের স্বাধীনতা তারা অর্জন করে নিয়েছে। এই বাংলাদেশের মানুষ কখনো কারও কাছে নত হয় নাই। বাংলাদেশের ইতিহাস মাথানত না করার ইতিহাস। মাথা উঁচু করে কীভাবে বাঁচতে হয়, বাংলাদেশের মানুষ বিশ্বের কাছে তার উদাহরণ। বারবার লড়াই করে, বারবার রক্ত দিয়ে তারা তাদের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখে।
শনিবার ১৯ আগস্ট দুপর ২ টায় চৌমুহনী পাবলিক হল অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে" রিফরমেশন টক" আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
সমন্বয়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সমন্বয়ক আরিফুল ইসলাম,হাফিজুর রহমান,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক মেহেদি হাসান সীমান্তসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার নেতৃবৃন্দরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর