
চাঁদাবাজি ও স্কুলের জায়গা দখলের মামলায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আরেক আসামি হাসান আলীসহ তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে নাটোর কারাগারে প্রেরণ করা হলে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শেষে মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের জুলাই মাসে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সহ ১১ জনের বিরুদ্ধে গুরুদাসপুর আমলি আদালতে মামলা করেন বিএনপি নেতা ফিরোজ আলী। আইয়ুব আলী ও তার লোকজন ফিরোজ আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা না পেয়ে মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল নিয়ে কাঁটাতারের বেড়া দেন। এ মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ আলীর নেতৃত্বে নাজিরপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পথসভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাইজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান ও সাবেক সভাপতি ফেরদৌস রহমান।
বক্তারা বলেন- আইয়ুব চেয়ারম্যান দখলবাজ, চোর-ডাকাত ও মাদকের গডফাদার। এলাকায় অপরিকল্পিতভাবে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন, নন্দকুজা নদী থেকে বালু উত্তোলন সহ এলাকায় আওয়ামী সন্ত্রাসের নৈরাজ্য কায়েম করেছেন। তিনি এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার কঠোর শাস্তি দাবি করেন বিএনপি নেতাকর্মীরা।
এসময় মামলার বাদী ফিরোজ আলী বলেন, আওয়ামী লীগ শাসনামলে চেয়ারম্যান আইয়ুব আলী ও তাঁর কতিপয় অনুসারীরা দলীয় প্রভাবে তার নামে ৯টি মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করেছেন। আইয়ুব আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভোট চোর, অস্ত্রবাজ। তার বিদ্যালয়ের ১৩ শতক জায়গা কাঁটাতারের বেড়া দিয়ে অবৈধভাবে দখল করেছে। সে সময় বিষয়টি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছিল। পরিস্থিতি বুঝে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। আয়ুব আলীর গ্রেফতারে এলাকায় আনন্দের বন্যা বইছে।
তবে আইয়ুব আলী বলেন, আওয়ামী লীগ করাই আমার অপরাধ। আমি ষড়যন্ত্রের শিকার।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর