খুলনার পাইকগাছায় বজ্রপাতে লাকী গাজী নামে একজন নিহত ও স্বামী স্ত্রী আহত হয়েছেন।
জানা গেছে, শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলায় আনিছ (ভুট্টোর) চিংড়ি ঘেরে শ্যাওলা পরিষ্কারের কাজ করছিলেন উপজেলার লক্ষীখোলা গ্রামের তোফাজ্জেল গাজীর ছেলে লাকি (৪৫) এবং চাঁদখালী ইউনিয়নের হেতালববুনিয়া গ্রামের সন্তোষ কুমার (৫২) ও তার স্ত্রী সুভদ্রা সানা( ৫৯)। কাজ করা অবস্থায় বৃষ্টিপাতের সময় বজ্রপাতের লাকী গাজীর মৃত্যু হয় এবং সন্তোষ সুভদ্রা দম্পতি আহত হন। আহত সুভদ্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তার স্বামী সুস্থ আছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ইন্সপেক্টর ( অপারেশন) রঞ্জন মিস্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের সুরোতহাল রিপোর্ট করা হয়েছে।
আহত সন্তোষ সানার ভাই আশুতোষ সানা বলেন, শনিবার সকালে লাকি, দাদা-বৌদিসহ ৪ জন শ্যাওলা পরিষ্কারের কৃষান হিসেবে ভুট্টোর চিংড়ি ঘেরে কাজ করছিল। সকাল ৯ টার দিকে বৃষ্টি'র মধ্যে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে লাকি নিহত হয় ও দাদা-বৌদি আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
মুহূর্তেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সংশ্লিষ্টদের কাছে খবর পৌঁছে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে' আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল জানান, বজ্রপাতে আহত এক নারী'কে খুব খারাপ অবস্থায় ভর্তি করা হয়। এখানে তার চিকিৎসা চলছে এ মুহূর্তে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর