
দলীয় অভ্যন্তরীণ কোন্দলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮নং মহাদান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির সভা এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানাগেছে। সভার সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহদফতর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু।
দলীয় সূত্রে জানাযায়, উপজেলার মহাদান ইউনিয়নের নেতাকর্মীরা নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করে দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধ করে। এ ঘটনায় উপজেলা বিএনপি দফায় দফায় সতর্ক করা হয়। এর পরও কোনো কাজ না হওয়ায় জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আঃ আওয়ালসহ তিনজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাময়িক বহিষ্কার করার ঘটনা ঘটে। দলীয় পরিবেশ স্থিতিশীল করতে উপজেলা বিএনপির জরুরি সভায় উপজেলার মহাদান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম তিন কার্যদিবসের জন্য বন্ধ ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। সভায় জেলা বিএনপির সভাপতি বলেন, দল থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের সাথে বিএনপির কোনো নেতাকর্মী সঙ্গ দেয়ার চেষ্টা চালালে তার বিরুদ্ধে দলীয় সংবিধানের আলোকে ব্যবস্থা নেয়া হবে। দলের প্রত্যেক নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন। এর পর থেকেই উপজেলার মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ ওয়াহাব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন মাস্টার ও নেতা ইসাহাক মেম্বারসহ অন্যান্য নেতা-কর্মী সমর্থকরা অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আহত হয় বেশ কয়েকজন নেতাকর্মী।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর