বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে ভ্যান চালককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ মসজিদের পার্শ্বের স্ট্যান্ডে। হামলায় আহত মো. রেজাউল সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে। অভিযুক্ত এমএম শোয়াইব ইসলাম ষাট গম্বুজ মসজিদের মোড়ে অবস্থিত আপ্যায়ন রেস্টুরেন্টের মালিক।
ভুক্তভোগী অভিযোগে জানান, শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ষাট গম্বুজ মোড়ের স্ট্যান্ডে রাস্তার পাশে নিজাম গরু বিক্রি করছিল। তখন আমি নিজামকে বলি এইখানে গরু বিক্রয় করলে আমাদের ভ্যান রাখার জায়গা থাকে না, এক পর্যায়ে নিজাম জানায় আগামী হাট থেকে খাট সরিয়ে রাখব। কথা শেষ হতেই হঠাৎ আপ্যায়ন রেস্টুরেন্টের মালিক সোয়াইব আমার সাথে খারাব আচরণ শুরু করে ও তার কাছে থাকা চাপাতি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় আমার হাতের আঙুল ভেঙে যায়, মাথা, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে দেয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পাশের দোকানে চা খাইতেছিলাম, হঠাৎ দেখলাম সোয়াইপ ভ্যানচালককে ইচ্ছামতো মারধর করছে। আমিসহ স্থানীয়রা বাধা দেই। এর আগেই ভ্যানচালক গুরুতর জখম হয়। অনেক রক্তক্ষরণ ঘটে। পরে আমিসহ স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর