চট্টগ্রামে কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর, লুটপাটের অভিযোগ ওঠার পর বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলীকে এবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে পাঁচলাইশ থানা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন ঝন্টুকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির দফতরের দায়িত্ব প্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলীকে (কিং আলী) ও পাঁচলাইশ থানা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন ঝন্টুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানা যায়, কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর, লুটপাটের অভিযোগে করা মামলায় কিং আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করে পাহাড়তলি থানা পুলিশ।
বৃহস্পতিবার কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে পাহাড়তলি থানায় একটি মামলা করেন এন মোহাম্মদ ট্রেডিংয়ের ব্যবস্থাপক আরিফ মঈনুদ্দীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর