ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৩-২৪ আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের আগামীকাল রবিবার (২০ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত তিন কলেজের ক্লাস শুরু বিষয়ে সিদ্ধান্ত হয়নি। শিগগিরই বাকি কলেজগুলোর শুরু হতে যাচ্ছে।
ক্লাশ শুরু হতে যাওয়া চার কলেজগুলো হলেন- নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
কলেজগুলোর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ২০ অক্টোবর অনার্স প্রথম বর্ষের ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়াও সাত কলেজে আগামী ২০, ২১ এবং ২২ অক্টোবর নবীন বরণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ মে এবং বিজ্ঞান ইউনিটে ১৭ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের চূড়ান্ত ভর্তি তালিকা প্রকাশিত হয়।
অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ যথাক্রমে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর