
দুজনের ছিল ৯ বছরের প্রেমের সম্পর্ক। কথা ছিল বিয়ে করে সুখের সংসার করবে। তাই দিন দিন বেড়েছে সম্পর্কের গভীরতা। বিভিন্ন সময় একান্তে সময়ও কাটিয়েছেন। এবার সময় প্রেমকে পরিণতি দেওয়ার।
বিয়ের আশ্বাস দিয়ে গত ১৬ অক্টোবর প্রেমিকাকে কক্সবাজার শহরে নিয়ে আসেন প্রেমিক মোহাম্মদ রায়হান। কিন্তু বিয়ে না করেই প্রেমিকাকে কয়েক দফা ধর্ষণ করেন প্রেমিক রায়হান। স্বজনদের এই খবর দিলে কক্সবাজার শহরের বাজারঘাটার একটি আবাসিক হোটেল থেকে রায়হানকে আটক করে তরুণীর স্বজনরা। পরে পুলিশের হস্তক্ষেপে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও উভয় পক্ষের স্বজনরা ঘটনাটি সমঝোতার চেষ্টা করেন। কিন্তু ছেলেপক্ষ কোনো ধরনের সমঝোতায় সায় দেয়নি। শেষে বাধ্য হয়ে প্রেমিক রায়হানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে মেয়ের পরিবার।
মেয়ের মা বাদী হয়ে শুক্রবার (১৮ অক্টোবর) মামলাটি করেন। মামলায় আসামি রায়হানকে কারাগারে পাঠানো হয়েছে। মোহাম্মদ রায়হান ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাশিয়া এলাকার মো. জহিরের ছেলে।
তরুণী মা বলেন, তাদের ৯ বছরের সম্পর্ক ছিল। এর মধ্যে মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সেই বিয়ে ভেঙে দেন রায়হান। তারপরও বিয়ে না করে মেয়ের সম্মানহানি করেছেন। তার সঠিক বিচার চেয়েছেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম নোমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেছেন। মামলাটি নথিভুক্ত করে আটককৃত যুবক রায়হানকে শনিবার (১৯ অক্টোবর) কারাগারে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর