জাল বা ভুয়া কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র(এনআইডি) সংশোধনের আবেদন করা হলে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র সংশোধনের সেবা সহজ ও নিশ্চিতকরণ সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
ইসি কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করার সময় অনেকে দালালদের মাধ্যমে ভুয়া/জাল সনদ তৈরী করে তা আবেদনের সময় দাখিল করেন।এসব আবেদন চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রথমে থানায় জিডি এবং প্রয়োজনে নিয়মিত মামলা করতে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সেবা প্রার্থীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলে ইসি সচিব শফিউল আজিম কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, প্রত্যেকটি অফিসকে সেবাকেন্দ্র বিবেচনায় রেখে বাংলাদেশে বসবাসকারী এবং প্রবাসী নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, ভোটার স্থানান্তরসহ সকল কাজে সেবা প্রার্থীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান করতে হবে। কোন সেবা প্রার্থী যেন হয়রানির স্বীকার না হয় এবং কোন দালাল সুযোগ না পায় সেজন্য প্রত্যেকটি অফিসের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ক্লোজ মনিটরিং করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করাসহ সেবাগ্রহিতার সন্তুষ্টি অর্জন ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানে সকলকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
এদিকে চট্টগ্রাম ব্যতীত অন্যান্য অঞ্চলের নাগরিকদের এনআইডি সেবা আরও সহজ হচ্ছে। মূলত সময় কমছে। কেননা এখন থেকে সমতলের কেউ নতুন ভোটার হতে এলে আঙুলের ছাপ রোহিঙ্গা ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে না। এতে সময় কম লাগবে। আগে কেউ আবেদন করলে আগে তার আঙুলের ছাপ ১০ লাখ রোহিঙ্গার সঙ্গে মিলিয়ে দেখা হতো। এখন এ ব্যবস্থা কেবল চট্টগ্রাম অঞ্চলের নতুন ভোটারদের ক্ষেত্রে বলবৎ থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর