
হালুয়াঘাটে কয়েক সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ। সবজির পাশাপাশি চাল, ডাল, ডিম, মাছ, মাংসের দামও বেশি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্তও সবজির দাম বেড়েছে। ৮০ টাকার নিচে কোন ধরনের সবজি নেই বললেই চলে।
শনিবার ও রবিবার উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে,ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এ চিত্র পাওয়া গেছে।এ সময় সবজির দাম বেশি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা আরফান আলী । তিনি বলেন, সব সবজির দামই বেশি। কী যে কিনবো বুঝতে পারছি না। সব সবজির দামই মোটামুটি ৮০ থেকে ১০০ টাকা। দাম বেড়ে যাওয়ায় আমি সবজি কেনা কমাতে বাধ্য হয়েছি।
কাঁচাবাজারের ব্যবসায়ী আনিস মিয়া বলেন, গত বছরের তুলনায় এবার সবজির দাম বেশি ছিল। এখন অনেকটা সবজির দাম কমছে। আর এক ব্যবসায়ী বলেন, সবজির মৌসুমেও সবজির দাম বেশি। তবে আমাদের ক্রয় যেমন বিক্রি তেমন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর