পাবনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে জেলার নয়টি উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, ফারুক আহমেদ, মনোয়ার হোসেন খান, মোহাম্মদ সাইফুজ্জামান, আব্দুল খালেক মালিথা, ওমর ফারুক, শওকত আলী, শহিদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যাহত হয়ে পড়বে। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না।
মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন দেন। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক ওয়ালিউর রহমান রুবেল স্মারকলিপি গ্রহণ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর