
খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীদের দৈনিক হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে রেখেছেন ক্যাশিয়ার রতন কুমার দেবনাথ।
রবিবার (২০ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গেলে অফিসে পাওয়া যায়নি ক্যাশিয়ার রতন কুমার দেবনাথকে। পরে জানা যায় তিনি চট্টগ্রাম গিয়েছেন। সন্দেহ হলে টেবিলের উপর পড়ে থাকা হাজিরা খাতা খুললে দেখা যায় আজ ২০ অক্টোবর হলেও ২১ অক্টোবর পর্যন্ত স্বাক্ষর করে রেখেছেন ক্যাশিয়ার রতন কুমার দেবনাথ।
এ বিষয়ে জানতে ক্যাশিয়ার রতন কুমার দেবনাথের মোবাইল নাম্বারে কল দিলে তিনি বলেন, 'আমি অফিসের কাজে চট্টগ্রাম এসেছি। স্বাক্ষরটি ভুলে করা হয়েছে। ভুল হতেই পারে।'
উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুদুর রহমান বলেন, 'হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে রাখা অন্যায়। এটা উনি ঠিক করে নাই। উনি চট্টগ্রাম থেকে ফিরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
এ বিষয়ে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাশের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসার মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেন নি। এমনকি মেসেজ টেক্স করলেও তিনি কোন উত্তর দেননি।
খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, 'হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে রাখার সুযোগ নেই। এটা কর্মচারী শৃঙ্খলা পরিপন্থি কাজ। যেকোনো কর্মচারী এটা করে থাকলে তা অপরাধ হিসেবেই গণ্য হবে।'
শাকিল/সাএ
সর্বশেষ খবর