
কোটা সংস্কার আন্দোলনে ১৫ জুলাই শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছাত্রলীগের ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (২০ অক্টোবর) সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকাল ২১ অক্টোবর, সোমবারে গত ১৫ই জুলাইয়ে শিক্ষার্থীদের উপরে হামলায় জড়িত প্রায় ৪০০ ছাত্রলীগ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হবে।’
‘মামলা নিয়ে বিকাল ৫ টায়, শাহবাগ থানা গেইটে প্রেস ব্রিফিং হবে’, বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর