
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের আয়োজনে ক্যাম্পাস এলাকায় প্রায় ৩৫০০ ডিম বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অন্তর্গত কৃষি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুল, তিনটি মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের কে.আর মার্কেটে স্কুল শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মাঝে ওই ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে নয়টায় বাকৃবির কৃষি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুলে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং কর্তৃপক্ষদের মধ্যে মোট ৫০০ ডিম বিতরণ করা হয় এবং পরবর্তীতে কে. আর মার্কেটে সাধারণ মানুষকে ডিম বিতরণ করা হয়।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বাপন দে, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা, অধ্যাপক সুবাস চন্দ্র দাসসহ পশুপালন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে অধ্যাপক ড. বাপন দে বলেন, ডিম অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ খাবার। সকল বয়সের মানুষেরই প্রতিদিন একটি করে ডিম খাওয়া উত্তম তাঁরই অংশ হিসেবে আমরা কেবি প্রাইমারি স্কুলে শিক্ষার্থী, অভিভাবকদের প্রায় ৫০০ ডিম বিতরণ করি এবং দুটি মাদ্রাসায় প্রায় ১০০০ ডিম পৌঁছে দেই। কর্মসূচির অংশ হিসেবে আমরা কে আর মার্কেটে রিকশাচালক, শ্রমজীবীসহ সর্বসাধারণের জন্য বিনামূল্যে ডিম বিতরণ করেছি।
বেশ কয়েকজন শ্রমজীবী মানুষের সাথে কথা বলে জানা যায় বিনামূল্যে ডিম খেতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং একইসাথে তারা কর্তৃপক্ষকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন।
এরপর 'বিশ্ব ডিম দিবস' উপলক্ষ্যে ডিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি পশুপালন অনুষদ থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র, জব্বারের মোড় প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এসে শেষ হয় এবং একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ডিমের বিভিন্ন উপকারী দিক নিয়ে বিস্তরভাবে আলোচনা করা হয়।
এসময় সেমিনারে অধ্যাপক ড. বাপন দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বাউরেসের পরিচালক । সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী ও মূল আলোচনাকারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক ড. এস. ডি. চৌধুরী ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর