
নেত্রকোণায় পুলিশ ভেরিফিকেশনও চাকুরী স্থায়ীকরণের জন্য নেওয়া হচ্ছে অবৈধ টাকা।
নেত্রকোনা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকুরি স্থায়ীকরণ ও পুলিশ ভেরিফিকেশনের জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এমন অভিযোগ এসেছে আটপাড়া উপজেলার শিক্ষা অফিস ও শিক্ষকের বিরুদ্ধে।
ভুক্তভোগী শিক্ষকরা জানান, চাকুরী স্থায়ীকরণ ও পুলিশ ভেরিফিকেশনের জন্য সবাই শিক্ষকদের নিকট থেকে তথ্য সংগ্রহ করছে। এরই মধ্যে শাহন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার সহযোগী কয়েকজন মিলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতিজন শিক্ষকের কাছ থেকে নীচে ৫০০ টাকা করে নেন। এ ব্যাপারে অভিযোগ আসলে প্রধান শিক্ষক ইকবাল বাহার কে মুঠোফোনে প্রশ্ন করলে তিনি বলেন কাগজ ফটোকপি ও চা পানের জন্য কিছু টাকা নিচ্ছি। তবে কারও কাছ থেকে জোর করে আদায় করছি না।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসার সুব্রত বিশ্বাস জানান, শিক্ষক পিসি কোন টাকা নিচ্ছে না কেউ যদি নিজ দায়িত্বে সেই অপরাধ করে থাকে এ ব্যাপারে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। আমাদের অফিসে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ ও পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। এর মধ্যে যদি কোন শিক্ষক প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। এর দায় দায়িত্ব বাকি গ্রহণ করতে হবে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোফাজ্জল হোসেন জানান, পুলিশ ভেরিফিকেশনের কাজ হচ্ছে পুলিশের এ ব্যাপারে কোন শিক্ষক অবৈধভাবে অর্থ নিয়ে থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার আটপাড়া উপজেলায় ৫৮৭ জন শিক্ষকের মধ্যে ১৫০ জন শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন এর কাজ চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর