‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে সোমবার (২১ অক্টোবর) বিকালে মেলার উদ্বোধন করা হয়।
ভালুকা উপজেলা প্রশাসন ও বন বিভাগ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী এই বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে ও হবিরবাড়ী বিট অফিসার আশরাফুল আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগ ভালুকা রেঞ্জের রেঞ্জকর্তা হারুর অর রশিদ খান।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ। ২৩ অক্টোবর এই বৃক্ষমেলা শেষ হবে। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর